Archive for অগাষ্ট, 2008

ডাউনলোড

এ মাসে আমি ব্রডব্যান্ড নিলাম। এর আগে জিপি ব্যবহার করতাম। যেহেতু আমার জি,পি,আর,এস মডেম ছিল তাই আমার নেটের স্পিড গড়ে ৩-৫ KB/sec  থাকত। কিন্তু এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমার  আমি বর্তমানে ১০০০ টাকায় ২৫-৪০ KB/sec পাচ্ছি আমার কাছে অনেক। কারন আমার পাওয়ার কথা ১২ KB/sec । তবে আমার আইএসপিতে সমস্যা আছে ওরা সম্ভবত টরেন্ট বন্ধ করে রাখসে। তাই এই স্পিডটা আমি পেতেই পারি। তবে সবচেয়ে বড় যে সমস্যা ফেস করতেসি তা হল বিদ্যাৎ চলে যাওয়া বা লাইন কেটে যাওয়া। সে সব সাইট হতে ডাউনলোড রিজিউম করা যায়না বা দুই একবার রিজিউম করলে ডাউনলোড আর রিজিউম হয়না যেমন (মিডিয়া ফায়ার ) এই সব সাইট থেকে ডাউনলোড করা খুবই কষ্টের। বিশেষ করে আমি অলরেডি ২ গিগার মত হারিয়েছি এসব কারনে। তাই আপ্রান হয়ে এই কয় দিন একটা সমাধান খুজছিলাম।
আইডিএম।
এই ডাউনলোড ম্যানেজারটি আমার সবচেয়ে প্রিয়। এটা দিয়ে আমি ১২ KB/sec এর লাইনে ১ মেগাবাইট পার সেকেন্ড ও মাঝে মধ্যে পাই। যেখানে একসাথে ড্যাপ দিয়ে ডাউনলোড দিলে ১১ KB/sec এর বেশি পাওয়া যায়না!
কিন্তু সমস্যা এক জায়গায়ই মাঝে মধ্যেই রিজিউম হয় না। নতুন করে রিজিউম করতে চায়। এর একটা সমাধান আছে ড্যাপ এ।
ড্যাপ।
এর অলওয়েজ রিজিউম অপশনটি দিয়ে যে সকল সাইটে রিজিউম করা যায়না ঐ সকল সাইট হতে রিজিউম করা যায়। আমি পাঁচটি  উইটিউব এর ফাইল  এভাবে টেষ্ট করে দেখেছি ড্যাপ রিজিউম করতে পারে । শুধু একবারই সমস্যা পেয়েছি সেটা হল ড্যাপ রিজিউম করেছে ফাইল পুরো ডাউনলোডও হয়েছে কিন্তু পুরো ভিডিও ছিলনা ফাইল টা তে ।

এবার আসা যাক কে কত সুবিধা দেয়?
এক কথায় আইডিএম দিয়ে আপনি যা চান মোটামোটি তাই করতে পারবেন। এটা ভিডিও ফাইল গ্যাব করতে পারে। যে কোনো অ্যাপলিকেশন কিছু ডাউনলোড করতে চাইলে তাও গ্যাব করতে পারে যেমন (ইয়াগু ম্যাসেঞ্জার) ।
মুভি ।
কিছু কিছু সাইট আছে যারা আপনাকে মুভি দেখতে দেয় মজার বিষয় হ্ছে আপনি চাইলে ড্যাপ দিয়ে ঐসাইট হতে মুভি ডাউনলোড করতে পারেন। এতে যেমন সুবিধা আছে তেমন আছে অসুবিধা যেমনঃ সুবিধা গুলো হলঃ

১।স্লো স্পিড হলে আপনি মুভি সরিসরি দেখতে পারবেননা। কিন্তু ডাউনলো করে দেখতে পারবেন।
২।যেহেতু .flv এর সাইজ ছোটো তাই মুভির সাইজ ৭০০ মেগার স্হানে ৪০০ বা তারাও কম কোনো কোনো মসয় ২০০ মেগার মধ্যেই থাকে।!!!
অসুবিধাঃ
১। আপনি রিজিউম করতে পারবেন না।(সব ক্ষেত্রে না।)
২। কখনো ফায়ার ফক্স আবার কখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে .flv গ্রাব করার জন্য।

এবার আশা যাক এখন আপনি কি করবেন?
১।আমার সাজেশন হচ্ছে আপনি যোদি বড় কোনো ফাইল যে গুলো রিজিম করা যায় সে গুলো ডাউনলোড করতে চান তবে আপনি চোখ বন্ধ করে আইডিএম দিয়ে ডাউনলোড দেন।
২। এফএলভি ফরমেট এর মুভি ডাউনলোড করলে আপনি আইডিএম ব্যবহার করতে পারেন (বিশেষ করে রাতে)। তবে লক্ষ রাখুন যদি বিদ্যুৎ যাওয়া বা লাইন কাটার সম্ভাবনা থাকে তবে ড্যাপ ব্যবহার করেন। কারন ড্যাব ব্যবহার করলে রিজিউম এর ৮০% সম্ভাবনা আছে।
২। যে সকল ফাইল রিজিউম করা যায় কিন্তু কোনো কারনে রিজিউম হচ্ছে না যোদি ৪০৪ ইরর না দেখায় তবে চেষ্টা করেন কয়েক বার যোদি না হয় বা বলে প্রথম থেকে ডাউন লোড করতে হবে তবে একটা ট্রিকস আছে আমি আজ এই ট্রিকস টা কাজে লাগিয়ে এমন একটা ডাউনলোড আবার রিজিউম করলাম
২.১ ট্রিকসঃ  কিছু কিছু সাইট আছে ডাউনলোড করার জন্য আপনাকে একটি সিকিউরিটি কোড লিখতে হবে ছিবির ন্যায় তার পর আপনি ডাউনলোড লিংক পাবেন। এসব সাইট হতে যোদি ডাউনলোড করেন আর যোদি কোনো কারনে বলে রিজিউম হবে না সে ক্ষেত্র আপনি যে লিংকটা দিয়ে আপনি ঐ সাইটে যান এবং সিকিউরিটি কোডটা দেন সেই সাইটে যেয়ে আবার সিকিউরিটি কোড দেন এবার আপনাকে আবার ডাউনলোড লিংক দিবে। এবার সেই ডাউনলোড লিংকটা  আপনার ডাউনলোড ম্যানেজার এ যেয়ে ডাউনলোডের উপর রাইট বাটন দিয়ে properties এ যান এবং এড্রেস এর স্থানে পেষ্ট করে ডাউনলোড রিজিউম করেন দেখবেন ডাউনলোড আবার শুরু হয়ে যাবে। (আমি এটা একবার করেছি তবে ডাউনলোড টা শেষ হয় নি হলে জানাব সব ঠিক আছে কিনা।) তবে এখানে আমি একটি কথা বলতে চাই তা হল এই ট্রিকস টা আইডিএম ছাড়া অন্য কোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে কইরেননা।

এবার আসা যাক কি ভাবে আইডিএম দিয়ে  এফ এল ভি মুভি নামাবেন ?
এই ছবি গুলা দেখেন।

একটা কথা খুবই পরিষ্কার করে বলে রাখি আমি কিন্তু কাউকে পাইরেটেড মুভি বা সফট ব্যবহার করতে বলছিনা। সবাই যতটুকু সৎ থাকা যায় থাকেন। ভাল থাকবেন। আর কারো কাছে ভাল বুদ্ধি থাকরে জানাবেন।

ওয়েব সাইট খুলুন ফ্রিতে

পুরো একটা ওয়েব সাইট পাবলিসের জন্য যা লাগবে তা হল
আপনার ওয়েব সাইটটি তৈরী করা এর পর পাবলিশ
প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি রকম স্পেস চান সাইটে প্রভাইডারদের এড থাকবে কিনা এফটিপি সাপোর্ট থাকবে কিনা।(ftp)হচ্ছে file transfer protocol.
যদি ২০০ মেগাবাইট স্পেসেই হয়ে যায় তবে http://www.sitesled.com সবচেয়ে ভাল
এইক্ষেত্রে সাইটের নাম হবে yoursitename.sitesled.com অথবা আপনি http://www.zymic.com রেজিষ্ট্রেসন করতে পারেন Zymic এ খুললে সাইটের নাম হবে yoursitename.99k.org Zymic এ আরো কিছু নাম নেয়ার ব্যবস্থা আছে তবে এখন মনে পড়ছেনা।
যদি নাম পছন্দ না হয় তবে আরেকটা ব্যবস্থা আছে সেটা হল আপনার সাইটের ফাইল এখানে রেখে http://www.dot.tk আথবা http://www.freedomain.co.nr এ যেয়ে আপনার নাম রেজিষ্ট্রেসন করতে পারেন।এ ক্ষেত্রে আপনার সাইটের নাম যথাক্রমে এমন হবে http://www.yourwebsitename.tk এবং http://www.yourwebsite name.co.nr

অর্থাৎ আপনি নাম নিবেন .tk অথবা .co.nr থেকে আর স্পেস নিবেন sitesled.com থেকে।
আশাকরি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন।
ওওওওওওওওও ভুলে গিয়েছিলাম দয়া করে কেই শুধু শুধু ফ্রি সাইট খোলার জন্য সার্চ দিয়েন না এতে আপনার মাথা গরম হয়ে যেতে পারে কারন অনেক সাইট ই এমন অফার দেয় সঠিকটা খুজে পাওয়া খুবই কঠিন। ওও হে sitesled এ bandwith প্রবরেম হবেনা বলে বিশ্বাস। আর কারো অনেক স্পেস দরকার হলে
http://www.9999mb.com/ ট্রাই করতে পারেন তবে এটা ব্যবহার না করাই ভাল কারন কিছু সমস্যা আছে। কারো যোদি কোন সমস্যা বা প্রশ্ন থাকে তবে mahbub.zaman.3000@gmail.com এ মেইল করে জেনে নিতে পারেন।
ওওওও home page এর নাম index দিয়েন না হলে ডিসপ্লে হবেনা ওয়েবে।
ভাল থাকবেন।